ভারতে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল

প্রকাশিত : ২৪ মে ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় সাড়ে ৪ হাজার মৃত্যুতে করোনায় মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর কেবল ভারতেই করোনায় ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৫৪ জনের। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন। আনন্দবাজার বলছে, এক মাসেরও বেশি সময় পর ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবার নেমেছিল আড়াই লাখের নিচে। সোমবার তা আরও কমেছে। যদিও কভিডে দৈনিক মৃত্যু কমার কোনো লক্ষণ নেই।

করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরই ভারতের অবস্থান। করোনায় যুক্তরাষ্ট্রে ৬ লাখের বেশি আর ব্রাজিলে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৬ কোটি ৭৫ লাখ ২৮ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছেন ৩৪ লাখ ৭৮ হাজার ৩৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ১৪৪ জন।

 

আপনার মতামত লিখুন :