রাজাপুরে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ২০ মে ২০২১

ঝালকাঠি প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা, গ্রেপ্তারের প্রতিবাদে মুক্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। এ মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

 

আপনার মতামত লিখুন :