কলাপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেনতা মূলক কর্মশালা
প্রকাশিত : ৭ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৭ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে শনিবার বেলা এগারটায় পৌর শহরের শেখ কামাল অডিটরিয়মের এ কর্মশালায় স্থানীয় সরকারী বে-সরকারী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার যুগ্ম-পরিচালক মো. আব্দুর রাজ্জাক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সভা শেষে প্রোজেক্টরের মাধ্যমে জাল নোট চেনায় উপায় সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শন করা হয়।