কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধু ও তার স্বামী আহত
প্রকাশিত : ৭ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতনিধি,০৭ মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু ও তার স্বামী আহত হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে উপজেলার ধানখালী ইউপির ফুলতলী গ্রামের এ ঘটনা ঘটে। অহত নিজাম ফরাজী (৫৫) ও তার স্ত্রী শামসুন্নেছা বেগম (৪৫) এদের স্থানয়ীরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহত নিজাম ফরাজী জানান, একই গ্রামের আইয়ূব আলীর সাথে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। শনিবার সকালে তারা বাড়ির সীমানায় ঢুকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে। তার স্ত্রী বাধা দিলে তাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত যখম করে। এসময় স্ত্রীকে রক্ষায় এগিয়ে গেলে তাকেও এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ধানখালীতে একটি মারামারির ঘটনা জানতে পেরেছি। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।