অনলাইন প্রেস ইউনিটি টাঙ্গাইল শাখার পথচলা শুরু
প্রকাশিত : ৭ মার্চ ২০২০
আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে অনলাইন প্রেস ইউনিটি টাঙ্গাইল শাখার পথচলা শুরু হয়েছে। ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে অনলাইন এক্টিভিটিস্ট ও সংবাদকর্মীদের সংগঠন অনলাইন প্রেস ইউনিটি টাঙ্গাইল জেলা শাখার এই কার্যক্রম শুরু করেছেন কবি আমিনুল ইসলাম, শাহ আবদুর রশিদ, নবারুণ চক্রবর্তী ও শাহনেওয়াজ আক্তার। এসময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য রণি অধিকারী প্রমুখ।
পূর্ণাঙ্গ টাঙ্গাইল জেলা শাখা কমিটি অনুমোদন দেয়ার আগে আগ্রহীদেরকে সদস্য করার পক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে আগ্রহীগণ ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে নাম ঠিকানা ও কর্মস্থলের নাম লিখে এসএমএস করলে প্রাথমিক সদস্য করে নেয়া হবে বলেও জানানো হয়।