সিলেটের মৌলভীবাজারে চালু হলো মিনিস্টার হাই-টেক পার্কের নতুন শো-রুম
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১
সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রোডে মিনিস্টার হাই-টেক পার্কের নতুন শো-রুম চালু হয়েছে। সম্প্রতি এই শো-রুমটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুম টি উদ্বোধন করেন বকশিগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মো: মজনু মিয়া, মিনিস্টার গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর এবং মিনিস্টার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা।
নতুন এই শো-রুম উদ্বোধনের ফলে মৌলভীবাজার বাসী খুব সহজে মিনিস্টার এর সকল ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য খুব সহজে সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবে।
মিনিস্টার গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম শাহরিয়ার কবীর জানান, মিনিস্টার ইতোমধ্যে সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন ফ্রিজ, এলইডি, এয়ার কন্ডিশনার, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, ইলেকট্রিক কেটলিসহ অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স পণ্য এবং হিউম্যান কেয়ার প্রোডাক্টস (টয়লেট্রিজ) এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ এর সকল কাস্টমার এর মন জয় করে এখন বিশ্বজয়ের লক্ষ্যে নিরন্তর কাজ করছে।