করোনা থেকে মুক্তির আশায় নদীতে তেল, সিদুর সনাতন ধর্মাবলম্বী নারীরা

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চৈত্র সংক্রান্তিতে গঙ্গা পূজা করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনা থেকে মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বী নারীরা নদী কিংবা পুকুরে তেল, সিদুর, খৈ, পান ,সুপরি, ফুল ও ফল ফলাদী ভাসিয়ে দিয়েছে।

এ সময় তারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেয়। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিন ব্যাপী বাড়িতে বাড়িতে চলে পূজা অর্চনাসহ নানা অনুষ্ঠান এমনটাই জানিয়েছেন সনাতন ধর্মালম্বীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে এ উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে চলে মাস ব্যাপী নগর কীর্ত্তন। এছাড়া একধিক স্থানে বসে মেলা। কিন্তু মহামারী করোনার করানে এ বছর ওইসব অনুষ্ঠান করেনি সনাতন ধর্মাবলম্বীরা। তবে চৈত্র সংক্রান্তিতে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া মহিলা কলেজের প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যানী বলেন, বাংলা চৈত্র মাসের শেষ দিন ‘চৈত্র সংক্রান্তি’। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান-পূজা-পার্বণ-মেলা। এটি একটি লোক উৎসব। কিন্তু করোনার করানে এ বছর ওইসব অনুষ্ঠান করা হায়নি।

 

আপনার মতামত লিখুন :