বাংলার ঐতিহ্য হালখাতা, লালখাতা, নতুন খাতা

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১

মইনুল ইসলাম রাজু:  মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দে প্রচলন করেন হালখাতার। বৈশাখের প্রথম দিনে ব্যবসায়ীদের দেনা পাওনা চুকিয়ে লাল খাতা বা নতুন খাতায় নাম লিখে ক্রেতারা। চলে পুরো মাস ধরে গান বাজনা ও মন্ডা মিঠাই এর আনন্দ উৎসব। এ দিনটি বাঙালী জাতিকে মনে করিয়ে দেয় বঙ্গাব্দ সালকে। সনাতন ধর্মাবলম্বি ব্যাবসায়ীরা গনেষ পূজার মাধ্যমে দিনটি শুরু করেন। অন্যান্য ধর্মবলম্বিরাও তাদের ধর্মীয় মতে আনন্দ উৎসবে মেতে উঠেন একসাথে।

বরগুনার আমতলী পৌরশহর ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ধোয়া মোছার কাজ চলছে। পুস্তক বিক্রেতা দোকান গুলোতে লাল খাতা ও কার্ডে পরিপূর্ন। ঘরের রমনীরা নানান পিঠা মন্ডা তৈরীর কাজে ব্যস্ত। ইতিমধ্যে ব্যবসায়ীরা নানান ডিজাইনের কার্ড পাঠিয়েছেন ক্রেতাদের কাছে। জাহিদ বুক হাউসের মালিক মোঃ জাহিদ বলেন, এ বছর হালখাতার খাতা ও কার্ড বিক্রি তেমন হয়নি। মহামারী করোনায় আমাদের আনন্দ ও ব্যবসায়ের ব্যাপক ক্ষতি করেছে। মুদী মনোহরদি ব্যবসায়ী মাখন চন্দ্র ভট্টাচার্য্য বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন করেছি।

এনেছি নতুন লাল খাতা, সকল ক্রেতাদের দাওয়াত কার্ড বিতরণ করেছি। সকলের আর্শ্বিবাদ ও আমার দোকানে পদধুলি কামনা করছি। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মহামারী করোনা এ বছর বাঙালির ঐতিহ্য নস্ট করে দিয়েছে। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক। আগামী দিনগুলোতে আমরা সকলে একত্রে মিলিত হয়ে নববর্ষের আনন্দ উপভোগ করবো।

আপনার মতামত লিখুন :