যশোর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হলেন আলমগীর কবির
প্রকাশিত : ১ এপ্রিল ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এক হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন আলমগীর কবির হাজী সুমন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বিকে এক হাজার ভোটে পিছনে ফেলে সে জয়ী হয়েছেন।
বুধবার (৩১ মার্চ) দিনভর ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে নির্বাচনে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবীর।
এদিকে নির্বাচনে জয়ী ৬নং ওয়ার্ডের কাউন্সিল আলমগীর কবির হাজী সুমনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি’র সদস্যরা।
সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সদস্য ও পল্লী টিভির ক্যামেরাম্যান মোঃ মিজানুর রহমান নবাগত কাউন্সিলর আলমগীর কবির হাজী সুমনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।