শার্শায় বিজিবি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
প্রকাশিত : ৩০ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোরের শার্শা শালকোনা বিওপিতে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় পাঁচ শতাধিক জনসাধারণকে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই সেবা প্রদান করা হয়েছে। এসময় সকল সেবা গ্রহীতার মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০শে মার্চ) সকাল ৯টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা শালকোনা বিওপিতে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।সবার আগে সব খবর দেখতে কুয়াকাটা নিউজের সাথেই থাকুন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা বলেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকার দুস্থ জনসাধারণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা বিভিন্ন সময় মাদক ও চোরাচালান বিরোধী গণসচেতনতা মুলক আলোচনা ও মতবিনিময় সভা করছি।