বিদেশি পিস্তলসহ তুরজো আটক
প্রকাশিত : ২৯ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর এলাকা থেকে বিদেশি শর্টগানসহ মো. মহিদুল ইসলাম তুরজো (৩৩) কে আটক করেছে র্যাব।
সোমবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন বুইকারা এলাকায় অভিযান চালিয়ে মহিদুলকে আটক করে যশোর র্যাব-৬ এর সদস্যরা। এসময় মহিদুলের কাছ থেকে একটি বিদেশি শর্টগান উদ্ধার করা হয়। আটক মহিদুল যশোর জেলার অভয়নগর থানার বুইকারা ড্রাইভার পাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে। সবার আগে সব খবর দেখতে কুয়াকাটা নিউজের সাথে থাকুন।
যশোর র্যাব-৬ কোম্পানী কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. মহিদুল ইসলাম তুরজোকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।