শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট পশারী আটক
প্রকাশিত : ২৯ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা হাড়িখালী এলাকা থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ লাভলু পশারী(২৮)নামে এক ইয়াবা সম্রাটকে আটক করেছে র্যাব সদস্যরা।
রোববার (২৮শে মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ইয়াবা সম্রাট পশারীকে আটক করা হয়। আটক ইয়াবা সম্রাট পশারী শার্শার সামটা গ্রামের নবী উদ্দিনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন হাড়িখালী এলাকায় অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ লাভলু পশারী নামে এক মাদক কারবারীকে হাতেনাতে আটক করা হয়।সবার আগে সব খবর কুয়াকাটা নিউজে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন উদ্ধার মাদক সহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।