শার্শায় ফিতা কেটে উন্নয়ন মেলা উদ্বোধন করলেন এমপি শেখ আফিল উদ্দিন

প্রকাশিত : ২৭ মার্চ ২০২১

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: বাংলাদেশের গৌরবময় এই অর্জনকে স্মরণীয় করে রাখতে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলা ২০২১ আয়োজন করা হয়েছে।

শনিবার (২৭শে মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১(শার্শা) সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‌্যালি শেষে তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা চত্বরে থাকা ৪৫টি স্টল পরিদর্শন করেন তিনি।সবার আগে সব খবর দেখতে কুয়াকাটা নিউজের সাথে থাকুন।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে উন্নয়ন মেলাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন জিডিপি প্রবৃদ্ধিতে প্রতিফলিত হয়েছে। বিগত একযুগ ধরে আমরা গড়ে ৭ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হযিেছ। বাংলাদেশের জিডিপির আকার বর্তমানে ৩২০ মিলিযন মার্কিন ডলার। কোভিড-১৯ পরিস্থিতিতেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো প্রবৃদ্ধি (৫ দশমিক ২৪ শতাংশ) অর্জন করেছে।

উন্নয়ন মেলায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান,ওসি অপারেশন আজিজুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আইসিটি অফিসার আহসান কবীর, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ মিলন,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

আপনার মতামত লিখুন :