কুয়াকাটায় আদি নান্না বিরানীর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত : ২৭ মার্চ ২০২১

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পুরান ঢাকার ঐতিহ্যবাহী “আদি নান্না বিরানী” এখন পর্যটন নগরী কুয়াকাটায় পাওয়া যাচ্ছে। ভোজন রসিক পর্যটকদের এখন আর ভোজনের জন্য চিন্তার কোন কারন নেই। কুয়াকাটায় এসে হাত বাড়ালেই পাচ্ছেন আদি নান্না বিরানী। বৃহস্পতিবার বিকেলে আবাসিক হোটেল কানসাই ইন’র নিচতলায় এতেন মার্কেটে “আদি নান্না বিরানী”র রেস্টুরেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।উদ্বোধনী অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর শহিদ দেওয়ানসহ গনমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তেতুলিয়া ট্যুরিজম কোম্পানীর উদ্যোগে নতুন এ ব্যবসা প্রতিষ্ঠানটি চালু করা হয়। তেতুলিয়া ট্যুরিজম কোম্পানীর স্বত্বাধিকারী সাংবাদিক হারুন অর রশিদ ও মাসুদ হোসেন জানান,কুয়াকাটায় এসে মানসম্মত খাবারের জন্য পর্যটকদের চিন্তা করতে হবে না।

ঢাকার ঐতিহ্যবাহী আদি নান্না বিরানী খেতে চাইলেই হাতের কাছেই পাচ্ছেন। অর্ডার দিলে হোম ডেলিভারী দেয়া হবে রুমে। রুমে বসেই মানসম্মত খাবার পাবেন পর্যটকরা। তারা আরও জানান, ব্যবসায়িক সাফল্যের চেয়ে সেবার ব্রত নিয়ে এ প্রতিষ্ঠানটি চালু করেছেন তারা।

আপনার মতামত লিখুন :