স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীত উপলক্ষে পিলকুনী দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত : ২৬ মার্চ ২০২১
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীত উপলক্ষে রোটারী ক্লাব অব নারায়নগঞ্জ সিটির উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ ২০২১) সদর উপজেলার ফতুল্লার পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় ডাঃদেরকে সম্মাননা প্রধান এবং বিনা মুল্যে ঔষধ বিতরন করা হয়। এ সময় রোটারিয়ান জাহাঙ্গির আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিলকুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, রোটারিয়ান আই পি পি, মাসুমুলহক সোহেল, রোটারিয়ান আলী এরশাদ, রোটারিয়ান কাজী তারেক রোটারিয়ান মেহেরিন রোরোটারিয়ান রোমান নাহার লাকী, রোটারিয়ান পারভেজ,রোটারিয়ান মনি, শিক্ষানুরাগী মোস্তাক আহম্মেদ,সমাজ সেবক মোঃ ইউসুফ আহম্মেদ প্রমুখ।