শার্শার হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন–সাংসদ শেখ আফিল উদ্দিন
প্রকাশিত : ২৬ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: শার্শা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিন।
শুক্রবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ১১টার সময় এ মাদ্রাসার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ভবনের নির্মাণ কাজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক খোরশেদ মিলন,সাংগঠনিক সম্পাদক আল-মামুন রুবেল সহ অত্র মাদ্রাসার প্রধানরা।