কালিহাতীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত : ২৬ মার্চ ২০২১
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রত্যুষে আজ শুক্রবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার নেতৃত্বে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পরে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, ইউএনও রুমানা তানজিন অন্তরা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, ওসি সওগাতুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নেতৃবৃন্দ।