২৫ মার্চ উপলক্ষে শার্শায় সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা

প্রকাশিত : ২৫ মার্চ ২০২১
www.kuakatanews.com

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে শার্শা উপজেলায় সকল শহিদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় বক্তব্যে দেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.ইউসুফ আলী,সহকারী কমিশনার(ভূমি) রাসনা শারমিন,শার্শা থানার ওসি বদরুল আলম, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।

বক্তব্যে সকলে বলেন, ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ‘অপারশেন র্সাচলাইট’ নামের সেই অভিযানে ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে একযোগে চালানো হয় গণহত্যা। আমাদের মেধাশূন্য করতে এই হামলা চালানো হয়। আজকের এই দিনে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি আমরা।

আপনার মতামত লিখুন :