গলাচিপায় বি’শ্ব য’ক্ষ্মা দিবস পালিত
প্রকাশিত : ২৪ মার্চ ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিম: ঐক্যবদ্ধ হলে সবে, য’ক্ষ্মা মু’ক্ত দেশ হবে এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর গলাচিপায় বি’শ্ব য’ক্ষ্মা দিবস পালিত হয়েছে। ব্যাক বাংলাদেশ গলাচিপা শাখার আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কম’প্লেক্স চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা করে।
এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক’ল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলামের সভাপতিত্বে আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহরিয়ার , হেলথ ইন্স’পেক্টর সুভংকর দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সেবিকা শোনেকা রানী, ইপিআই টেকনিশিয়ান জাকির প্রমূখ। আলোচনায় সকল স্বাস্থ্য’কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন