শার্শায় গলায় ওড়না পেঁচিয়ে নবম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত : ২৪ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী উত্তরপাড়া গ্রামে রহিমা খাতুন (১৪) নামে এক নবম শ্রেনীর ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রহিমা শ্যামলাগাছী গ্রামের সাইফুল ইসলাম এর মেয়ে এবং শার্শা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। সে নিজ বাড়ি’র বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৪শে মার্চ) বিকাল ৩টার দিকে শার্শা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।“সবার আগে সব খবর পেতে কুয়াকাটা নিউজের সাথে থাকুন।”
স্থানীয়রা জানায়, মেয়েটি খুবই ভালো তবে অনেক জেদী স্বভাবের ছিলো। তার মায়ের সাথে সকালে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে অভিমানে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শার্শা থানার ওসি বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও মেয়েটির মৃত্যুর কারণ আত্মহত্যা হিসাবে ধারণা করছি তবে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানাতে পারবো।