গলাচিপায় উপজেলা মৎস্য কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
প্রকাশিত : ২৪ মার্চ ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা মৎস্য কর্মকর্তার বদলী জণিত কারনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে তার সম্মানে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা এলজিআরডির কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আ. মান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল্লাহ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী, বিদায়ী অতিথি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি ধলা মাঝি, সাধারণ সম্পাদক নুর সাহেদ মাতব্বর প্রমূখ।