বিদেশি অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী আটক
প্রকাশিত : ২৩ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বিরামপুর এলাকা থেকে বিদেশি অস্ত্র-গুলিসহ মাসুদ রানা (২৮) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ৷
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ৩টায় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ডিবি পুলিশ উদ্ধার অস্ত্র-গুলিসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক মাসুদ রানা যশোরের বিরামপুর গ্রামের সামছুল হকের ছেলে।”সব খবর সবার আগে দেখতে কুয়াকাটা নিউজের সাথেই থাকুন।”
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ কুয়াকাটা নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিরামপুর এলাকা থেকে সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে আটটার দিকে মাসুদ রানা নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়৷ পরে তার স্বীকারোক্তিতে একটি আমগাছের গোড়া থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়৷ তিনি আরো বলেন, উদ্ধার অস্ত্র-গুলিসহ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।