কুয়াকাটা সৈকতে মোটরসাইকেল-ট্রাক দুর্ঘটনা, আহত-৩
প্রকাশিত : ৩ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৩মার্চ।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় জেলে সহ তিন আরোহী গুরুতর আহত হয়েছে। অহতারা হলেন মো.নুরআলম (৩২), ছালাম শেখ (৬০) ও জালাল খাঁ (৪৫)। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সৈকত থেকে একটি বালুবাহী ট্রাক বেড়িবাঁধে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালের ডাঃ মো.তানজিম হোসেন জানান, আহতদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।