চলে গেলেন দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ
প্রকাশিত : ২২ মার্চ ২০২১
দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন। সোমবার ভোরে বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির।
তিনি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বাসায় অসুস্থ হয়ে পড়েন আতিকউল্লাহ খান। দ্রুত বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা গেছেন আতিকউল্লাহ খান।
আতিকুল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।