মৌলভীবাজারে করোনা প্রতিরোধে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ
প্রকাশিত : ২১ মার্চ ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগ-করোনা প্রতিরোধের উদ্দেশ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ এর অংশ হিসাবে শহরের চৌমুহনা চত্বর, পশ্চিমবাজার পুলিশ বক্স এলাকাসহ জেলা পুলিশ এর সকল থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে জনসাধারনকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ ও বিনা মূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম এর সূচনা করা হয় আজ ২১ মার্চ সকালে।
কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় অত্র জেলার সকল থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত থেকে মাস্ক পরতে উদ্বুদ্ধকরণ, বিনা মূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) গোলাম মর্তুজা, ওসি (অপারেশন) মোঃ বদিউজ্জামানসহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য পুলিশ সদস্যগণ।