হরিনাকুন্ডুতে ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে বসত বাড়ি পুড়ে ছায়, নিঃস্ব হল দিনমুজর!

প্রকাশিত : ২০ মার্চ ২০২১

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার দরিবিন্নী গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর বোরহান উদ্দিন। সে দরিবিন্নী গ্রামের আবু জাফরের ছেলে। ক্ষতিগ্রস্থ বোরহান উদ্দিন জানান, শুক্রবার রাতে সলেমানের গোয়াল ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে মূহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো বসত বাড়িতে।

এসময় আগুন দেখে বেঁচে গেলেও পুড়ে কাপড়সহ সব আসবাবপত্র। এতে নিঃস্ব হয়ে পড়ছে তার পরিবার। বোরহান উদ্দিনের স্ত্রী সারমিন আক্তার বলেন, স্বামী দিনমজুরি করে সংসার চালায় একটি ছাগল ছিল তাও পুড়ে মারা গেছে। তাছাড়া সলেমানের একটি গাভী গরু ও প্রায় লক্ষাধিক টাকার তামাক পুড়ে গেছে। তিনি আরও বলেন,আমার ঘরে রান্না করে খাওয়ার মতো কোন খাবারও নাই।

আজ আমরা নিঃস্ব কোথায় থাকব কিভাবে সংসার চালাবো ঋণ পরিশোধ করব তা নিয়ে চিন্তিত। আমি বিত্তবানদের কাছে সাহায্য চাই যেন আমাদের একটি ঘর করে দেয়। এ বিষয়ে চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বোরহানউদ্দিনের পরিবারে পুনর্বাসনের জন্য খাদ্য সহায়তা ও ৬ বান টিন দেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন :