বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “চিরন্তন মুজিব” শীর্ষক সেমিনার
প্রকাশিত : ২০ মার্চ ২০২১
আজ ২০ মার্চ ২০২১ তারিখ বিকেল ৪.০০ ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশন সেমিনার হলে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ কতৃক আয়োজিত, “চিরন্তন মুজিব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা আবদুস সামাদ পিন্টু। মূল প্রবন্ধ পাঠ করেন মহাসচিব সাবেক ছাত্রনেতা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া ও শহীদ পরিবারের সন্তান তথ্য গবেষণা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মিয়া মাসুদুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর “বঙ্গবন্ধু চেয়ার”। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন এড. কাজী রেজাউল হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ কংগ্রেস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী এস এম আজহারুল ইসলাম, আহ্বায়ক, প্রস্তুতি কমিটি ও ভাইস চেয়ারম্যান। সংগঠনের পক্ষ থেকে বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান, লায়ন মিনা মালেক, ভাইস চেয়ারম্যান, মোঃ নুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব, বাবু চন্দন কুমার ভৌমিক, প্রচার সম্পাদক, ওয়াজেদ আলী খান, সমাজকল্যাণ সম্পাদক, নির্বাচিত ভাইস চেয়ারম্যান, পবা উপজেলা, রাজশাহী, মোঃ শাজাহান সাজু, সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ, আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান, প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান,
বক্তাগণ সকলেই জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা ৭১ এ জাতির পিতার ডাকে মহান মুক্তিযুদ্ধে মরণপণ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। এখন বঙ্গবন্ধুর তনায়া দেশ রতœ শেখ হাসিনার ডাকে ঘুষ, দুর্নীতি, ঋণখেলাপী, অর্থ পাচারকারী, টেন্ডারবাজিসহ সকল দুর্নীতির বিরুদ্ধে আর একটি যুদ্ধ করার তাগিদ অনুভব করেন। মাননীয় অতিথিবৃন্দ ৭৫ উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিটি জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ সংহতি পরিষদকে সংঘঠিত করে বঙ্গবন্ধুর আদর্শ গ্রামগঞ্জে ছড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।