ব্যারিস্টার মওদুদ আহমদের মর’দেহ শহীদ মিনারে
প্রকাশিত : ১৯ মার্চ ২০২১
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এভার কেয়ার হাসপাতালের হিমঘর থেকে মরদেহ নিয়ে শহীদ মিনারের দিকে রওনা হয়। পরে মরদেহ শহীদ মিনারে রাখা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শহীদ মিনারে মরদেহ একঘণ্টা রাখা হবে। বিএনপির শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিমানে করে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে জানাজার পর মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় নিয়ে যাওয়া হবে। নোয়াখালীর বসুরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মাঠে জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা ও মার কবরের পাশে মরদেহ দাফন করা হবে।