সাবেক ইউপি চেয়ারম্যানের জানাজায় দশমিনায় হাজারও মানুষের ঢল

প্রকাশিত : ২ মার্চ ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া পরিষদের চেয়ারম্যান আঃ জালিল হাওলাদারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নতুন বাজার ঈদ-গা মাঠে অনুষ্ঠিত জানাজায় হাজারও মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন মাও মোঃ মোসলেম উদ্দিন।

 

উল্লেখ্য, গত রোববার ভোররাত ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়ানের দক্ষিন দাসপাড়া গ্রামের মৃত্যু লাল মিয়া হাওলাদের পুত্র আঃ জলিল হাওলাদার। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার মাটি-মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। জানাজায় জেলা, উপজেলা ও ইউনিয়ানের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান পারিবারিক সূত্রে।

 

আপনার মতামত লিখুন :