নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশিত : ১৭ মার্চ ২০২১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও গুরুত্বের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্ম সূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারী,স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিুবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থাপিত বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসন,আত্রাই থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা সংস্থা, আত্রাই উপজেলা প্রেস ক্লাব, মোল্লা আজাদ মেমোরিয়ায়াল বিশ্ব বিদ্যালয় সহ বিভিন্ন সরকারী,আধা সরকারী,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১টায় কোভিট-১৯ দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড,আত্রাই ,নওগাঁ,বীর মুক্তি যোদ্ধা আকতারুজ্জান আকতার,উপজেলা আওয়ামীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ন- সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ব বিদ্যালয় অধ্যক্ষ মাহবুবুর আলম দুলু,ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম,পাঁচুপুর ইউনিয় আওয়ামী লীগ সভাপতি আবু হাসান বক্তব্য রাখেন। আলোচনা শেষে আত্রাই উপজেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা সংস্থার উদ্যেগে প্রতিবন্ধীদের মাঝে ১১জনকে হুইল চেয়ার , ক্রেস, ২জনকে ইয়ারফোন, বিতরণ করা হয়। পরে সেখানে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক।অপরদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সমূহ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে ¤্রদ্ধা নিবেদন এবং ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কোভিট-১৯ দূরত্ব বজায় রেখে আলোচনা সভার আয়োজন করে।#