তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত : ১৬ মার্চ ২০২১

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা।

সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আপনার মতামত লিখুন :