বেনাপোলে ৩০ লাখ টাকার স্বর্ণ পাচারকারীর কোমরে বাধা
প্রকাশিত : ১৪ মার্চ ২০২১
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রাম থেকে ৪৪৩ গ্রাম ওজনের ৪ পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ আব্দুল জালিল (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার (১৪ মার্চ) দুপুরে আমড়াখালী চেকপোস্টের বিজিবি স্বর্নের চালানটি আটক করে। আটক পাচারকারী ছোট আঁচড়া গ্রামের মৃত: মহরম আলীর ছেলে। উদ্ধার স্বর্ণের সিজার মুল্য ৩০ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তি কে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় ৪ পিচ স্বর্নের বার পাওয়া যায়। আটক আসামীর বিরুদ্ধে বেনাপোল থানায় চোরাচালান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।