অবশেষে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার
প্রকাশিত : ১৪ মার্চ ২০২১
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপীয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, জেনিন অ্যানেজকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।
এর আগে শুক্রবার (১২ মার্চ) অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে অ্যানেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করে এটাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। অ্যানেজকে গ্রেপ্তারের জন্য বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী পুলিশের প্রশংসা করেন। তিনি বলেন, ন্যায় বিচারের ক্ষেত্রে পুলিশ ঐতিহাসিক কাজ করেছে।