আইসিইউতে জনপ্রিয় অভিনেতা ফারুক
প্রকাশিত : ১৪ মার্চ ২০২১
আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী এবং উপস্থাপিকা আসমা পাঠান রুম্পা।
তিনি জানান, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিতই চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। এতদিন সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না তিনি।
রুম্পা জানিয়েছেন, অনেক ডাকাডাকির পর দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। পরে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।
তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসমা পাঠান রুম্পা। এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।