জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৩ মার্চ ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) ভোরে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ভোরে কয়েকজন পথচারী ওই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশটি দেখতে পান।

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

 

আপনার মতামত লিখুন :