কিশোর মেলা ক্লাবের উদ্যোগে বিনা মূল্যে সুন্নতে খাৎনা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৩ মার্চ ২০২১
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর কিশোর মেলা ক্লাবের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে সুন্নতে খাৎনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ১০ টায় সুন্নতে খাৎনার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান শিকদার, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুর হোসেন সওদাগর, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জসিমউদ্দিন,আমানা গ্রুপের এমডি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, গোগনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন ফকির,গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, ইউপি মেম্বার মোঃ সৈকত হোসেন বেপারী,নাজমা বেগম,কিশোর মেলা ক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের শিকদার, ক্রীড়া সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, শহিদুল শিকদার,আব্দুস সবুর প্রমুখ।
১শ জন দুঃস্থ শিশুদের সুন্নতে খাৎনা করা হয়।