শার্শার নাভারণে পানিতে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু
প্রকাশিত : ১২ মার্চ ২০২১
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার নাভারণ দক্ষিন বুরুজ বাগান এলাকার একটি পুকুর থেকে শিহাব হোসেন(৭)নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শুক্রবার(১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নাভারণ দক্ষিন বুরুজ বাগান এলাকায় এই ঘটনা ঘটে। শিশু শিহাব দক্ষিন বুরুজ বাগান গ্রামের রুহুল কুদ্দুস মন্টু’র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায় শিহাব। সন্ধ্যা হয়েগেলেও সে বাড়িতে আসেনি। আমরা তাকে চারিদিকে খুজতে থাকি। সন্ধ্যা ৭টার পর এলাকাবাসী পুকুরে ভাসতে দেখে তার লাশ। স্থানীয়রা পুকুর থেকে লাশটি পাড়ে তোলে।
এদিকে শিশু শিহাবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থামছে না পরিবারের কান্না।