কলাপাড়ায় আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি আব্দুল সত্তার, সম্পাদক শাহাব উদ্দীন
প্রকাশিত : ১১ মার্চ ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বার ভবনে সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে এ্যাডভোকেট আব্দুল সত্তার সভাপতি ও এ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন যথাক্রমে বিজ্ঞ অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট আলহাজ্ব নুর হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু। সাধারন সভা স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি এ্যাডভোকেট মো.মজিবুর রহমান চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ এ্যাডভোকেট জালাল উদ্দীন তালুকদার, এ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, এ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, এ্যাডভোকেট সাইদুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বিচার প্রার্থী মানুষকে আইনী সহযোগীতা প্রদান সহ আইনজীবীদের কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, আইনজীবী সহকারী সমিতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আইনের শাসন প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন তাঁরা।