মহেশপুর সিমান্তে বিজিবির হাতে ১৫ বাংলাদেশী আটক
প্রকাশিত : ১১ মার্চ ২০২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর এলাকা থেকে ৯ জন ও লড়াইঘাট এলাকা থেকে ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মঙ্গলবার রাত আটকার দিকে বাঘাডাংগা কাঞ্চনপুর এলাকা দিয়ে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও দুই শিশু নিয়ে দেলোয়ার হোসেন নামে এক দালাল ভারতে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও রাজবাড়ি জেলায় বলে বিজিবি সুত্রে জানা গেছে।
একই দিন রাত ৯টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট এলাকার দিয়ে ৬ জন নারী ও শিশু ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি দুই দালাল মহেশপুরের অনন্তপুর গ্রামের রিপুন খাতুন (৪২) ও কুসুমপুর গ্রামের সোনা মিয়াকে আটক করে।