উত্তেজনায় রাতে ভালো করে ঘুমোতে পারিনি: শ্রাবন্তী
প্রকাশিত : ৮ মার্চ ২০২১
রাজনীতিতে এসেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারপরই আজ (৭ মার্চ) নরেন্দ্র মোদীর ব্রিগেডে সভা। তার মানে মোদীর সঙ্গে দেখা হবে শ্রাবন্তীর। আর এ কারণেই রাতে ভালো ঘুম হয়নি অভিনেত্রী।
শ্রাবন্তী জানান, ভীষণ উত্তেজিত আমি। উত্তেজনায় রাতে ভালো করে ঘুমোতে পারিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। চাইব ওনার সঙ্গে কথা বলতে। সোনার বাংলাতে আসার জন্য তাকে স্বাগত জানাব। আজ প্রচুর মানুষ আসছেন।
একইসঙ্গে তিনি জানান, বিধানসভা ভোটের প্রার্থী হওয়ার আশা করছেন তিনি। তবে বাকিটা নির্ভর করছে দল এবং ‘উপরওয়ালার’ উপর।