৭ই মার্চ মহান স্বাধীনতার ঐতিহাসিক দিক নির্দেশনা দিবস পালন
প্রকাশিত : ৭ মার্চ ২০২১
৭ই মার্চ ১৯৭১, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসমূদ্রে বাংলার স্বাধীনতার জন্য ঐতিহাসিক দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। ভাষণটি ইতিমধ্যে জাতিসংঘের ইউনেস্কো শাখা কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করে।
দিবসটি জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় দেশব্যাপী পালনের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ০৭ মার্চ ২০২১ইং সকাল ১০.০০ টায় ৩২ নং ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান ও কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে সর্বস্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান সিরাজ।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবির, মোঃ মহসিন ভূইঁয়া, মোঃ আসকার ইবনে শায়েখ খাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন, শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ হোসাইন, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বরকত খান, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু সহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, বিভিন্ন জাতীয় ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।