নিজের বিয়ে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন জাহ্নবী
প্রকাশিত : ৬ মার্চ ২০২১
নিজের বিয়ে নিয়ে নানান পরিকল্পনা করতেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে বিয়ের আয়োজনের ক্ষেত্রে জাহ্নবীর পছন্দ দক্ষিণী রীতি। সেক্ষেত্রে তিরুপতি মন্দিরেই সাত পাঁকে বাঁধা পড়ার ইচ্ছা আছে এই অভিনেত্রীর।
এ বিষয়ে জাহ্নবী আরও জানান, খুব বড়সড় অনুষ্ঠান করে বিয়ে করতে রাজি নন তিনি। সীমিত সংখ্যক লোকজন, মানে ঘনিষ্ঠদের নিয়েই তিনি বিয়ে করতে চান। এ ছাড়া তিনি বিয়ের দিন কাঞ্জিভরম শাড়ি পরতে চান, সঙ্গে থাকবে স্বর্ণের অলংকার এবং চুলে থাকবে গাজরা।
অপরদিকে জাহ্নবীর জীবন সঙ্গীর পরনে থাকতে হবে লুঙ্গি। যদিও সাক্ষাৎকারে জীবন সঙ্গীর নাম প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী।
সেই সঙ্গে খাবারের মেন্যুতেও জাহ্নবী রাখতে চান দক্ষিণী খাবার। যেমন, ইডলি, সাম্বার, কার্ড রাইস সহ আরও অনেক কিছু।
বর্তমানে জাহ্নবী কাপুর ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘রুহি’র প্রচারণায়। ‘রুহি’তে জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করছেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মার্চ।