ঝিনাইদহে করোনার টিকা গ্রহণে ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফ্রি-রেজিস্ট্রেশন

প্রকাশিত : ৫ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: মহামারী করোনা ভাইরাসের টিকা গ্রহণে বিনামুল্যে সাধারণ মানুষকে নিবন্ধন করিয়ে দিচ্ছে ইয়ুথ সোসাইটি নামের একটি যুব সংগঠন। গত কয়েকদিন যাবত শহরের পোস্ট অফিস, আরাপপুর স্ট্যান্ডে সকাল থেকে বিকাল পর্যন্ত রেজিষ্ট্রেশন করাচ্ছেন তারা। সংগঠনটির সদস্য মোস্তাফিজুর রহমান জোহান জানান, মহামারী করোনাকালে ইয়ুথ সোসাইটি বিভিন্ন সচেতনামুলক কার্যক্রম পরিচালনা করেছে।

মাস্ক বিতরন, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সাধারণ মানুষকে সচেতন করেছি আমরা। জোহান বলেন, এখন করোনার টিকা প্রদাণ করা হচ্ছে। সাধারণ মানুষ কিভাবে রেজিষ্ট্রশন করতে হয় তা জানেন না। বিভিন্ন স্থানে গিয়ে টাকা দিয়ে অনেকে নিবন্ধন করছেন। সাধারণ মানুষের এই ভোগান্তি ও তাদের টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে আমরা টিকার নিবন্ধন করিয়ে দিচ্ছি। ভোটার আইডি কার্ড ও একটি মোবাইল নম্বর নিয়ে আমাদের কাছে এলে আমরা নিবন্ধন করিয়ে দিচ্ছি।

 

আপনার মতামত লিখুন :