ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী, পাবেন সর্বোচ্চ সম্মান : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১ মার্চ ২০২০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিববর্ষের অনুষ্ঠানে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। এসময় ঢাকায় তাকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। মন্ত্রী প্রধান অতিথি হিসেবে রবিববার (১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’ এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
মুজিববর্ষের অনুষ্ঠান ঘিরে মোদীর ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (নরেন্দ্র মোদী) ঢাকায় আসছেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে ভারতের পররাষ্ট্র সচিব আগামীকাল ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে (মোদীকে) আমরা সর্বোচ্চ সম্মান দেব। পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান আমরা সে প্রত্যাশাও করি।
ড. এ কে মোমেন জানান, মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদেরও আসার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নন। কিন্তু ব্যক্তি মাহাথির আমাদের অতিথি হিসেবে আসতে পারেন। তিনি ব্যক্তি হিসেবে একটা ইনস্টিটিউশন। দিল্লিতে নাগরিকত্ব আইন ঘিরে সহিংসতা চলছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থা জানতে চাইলে মন্ত্রী বলেন, নতুন নাগরিক আইনের জের ধরে ভারতের দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ সেটি পর্যবেক্ষণে রেখেছে।