গলাচিপায় ঢাকাগামী লঞ্চ না থাকায় চরম বিপাকে যাত্রীগণ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ঢাকাগামী লঞ্চ না থাকায় চরম বিপাকে পড়েছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা যাত্রীগণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, রবিবার গলাচিপা থেকে ঢাকার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে যায় নি। ঘাটে লঞ্চ না পেয়ে দূর্ভোগে থাকা যাত্রীদের মধ্যে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, তিনি আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে লঞ্চ না পেয়ে বিকল্প পথে যাচ্ছেন।

রোগী নিয়ে লঞ্চ ঘাটে আসা পানপট্টির আবুল কালাম জানান, প্রতিদিন লঞ্চ থাকে, আজকে যে থাকবে না তা জানি না। রোগী নিয়ে ঢাকায় যাবার ব্যাপারে কি করব ভেবে পাচ্ছিনা।’ এ ব্যাপারে গতকালকের লাইনে থাকা ‘আসা যাওয়া’ লঞ্চের সুপারভাইজার মো. সরোয়ার জানান, লঞ্চ নিয়ে চরমোনাই মাহফিলে গিয়েছেন তাই তারা গলাচিপা ঘাটে থাকতে পারে নি। পটুয়াখালী বন্দর কর্মকর্তা মো. খাজা জানান, লঞ্চ গলাচিপা ঘাটে না থাকার ব্যাপারে পটুয়াখালী বন্দর কর্তৃপক্ষ অবগত নয়। এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা সাপেক্ষে বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।

 

আপনার মতামত লিখুন :