এবার নতুন তথ্য দিলেন ক্রিকেটার নাসির হোসেন
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনার শেষ নেই সাধারণ মানুষ থেকে ক্রিকেট ভক্তদের মাঝে। তার বিয়ের পর বেশকিছু ফেসবুক একাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল বলে জানিয়েছেন নাসির হোসেন। তামিমা সুলতানা তাম্মি নামে এক কেবিন ক্রুকে বিয়ে করেন এই টাইগার অল-রাউন্ডার। তবে সমালোচনা আর আলোচনা বিয়ে নিয়ে নয়, এর সবই তামিমার পূর্বের আট বছরের সংসার ও একটি বাচ্চা থাকার দাবি নিয়ে। এরপর তামিমার স্বামী পরিচয়ে সামনে আসেন রাকিব হাসান নামের এক ব্যাক্তি।
রাকিব হাসানের দাবি, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা বিয়ে করেছেন নাসিরকে। গত বুধবার সনবাদ সম্মেলনেও হাজির হন নাসির-তামিমা দম্পতি। গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নাসির হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে জানিয়েছেন, ‘কোনোরকম বিভ্রান্তিকর তথ্যের জন্য তিনি বা তার স্ত্রী দায়ী থাকবেন না। যেকোনো ধরনের তথ্য তার নিজের ভ্যারিফাইড পেজ থেকে জানানো হবে বলেও জানান এই তারকা ক্রিকেটার।
‘কোন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের জন্য আমি অথবা আমার স্ত্রী দায়ী নই। আমি অথবা আমার স্ত্রী যদি কোন তথ্য/সংবাদ আপনাদের নিকট প্রকাশ/পরিবেশন করতে চাই তবে আমরা এই ফেসবুক পেইজ এর মাধ্যমে অথবা গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে তা প্রকাশ করবো।
‘এই সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতি আপনাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন। সবাইকে আন্তরিক ভাবে।