নাসির-তামিমাকে শুভেচ্ছে জানানো সেই স্ট্যাটাসটি মুছে ফেললেন অভিনেত্রী ফারিয়া!
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি দম্পতিকে শুভকামনা জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু পরে সেই স্ট্যাটাস তিনি মুছে ফেলেছেন। গত ১৪ ফেব্রুয়ারি ঘটা করে তামিমাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত মুখ নাসির। তবে তাদের বিয়ের পরই অভিযোগ ওঠে, তামিমা তার সাবেক স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। এনিয়ে যখন সমালোচনার ঝড় বইছে চারদিকে, ঠিক তখনই নাসির-তামিমার পাশে দাঁড়ান শবনম ফারিয়া।
মঙ্গলবার ফেইসবুকে তিনি লেখেন, ‘যখন বাইরের পৃথিবী তোমাকে টেনে নিচে নামাতে চায়, তখন তোমার ভেতরের শক্তিটা ধরে রেখো। নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রীর প্রতি ভালোবাসা ও দোয়া রইলো। আর দয়া করে মনে রাখবেন, বিয়ে আল্লাহ ঠিক করেছেন, বিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত। শবনম ফারিয়া এই স্ট্যাটাস নিয়ে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল সংবাদও প্রকাশ করে। কিন্তু বুধবার থেকে তার স্ট্যাটাসটি আর পাওয়া যায়নি।
স্ট্যাটাস দিয়ে আবার তা মুছে ফেলার বিষয়ে অবশ্য কিছু জানাননি শবনম ফারিয়া। তবে নাসির-তামিমাকে শুভেচ্ছা জানানোয় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েতে হয়েছিল তাকে। ধারণা করা হচ্ছে এ কারণেই স্ট্যাটাসটি হয়তো সরিয়ে নিয়েছেন বা মুছে ফেলেছেন এই অভিনেত্রী।