গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত¡াবধানে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের সামনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ।
বিশেষ অতিথি গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম দেলোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান শিবলী,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। প্রতিযোগিতায় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
দীর্ঘ ৫ কিলোমিটার পথ ফিনিশ করায় গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী মো. আমির আহম্মেদ প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মোহাম্মদ রেনিম ও গোলাম রাব্বি। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ।