দশমিনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ আজিজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি।

বিশেষ অতিথি ছিলেন, সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পলোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, থানা অফিসার ওসি মোঃ জসিমসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও সকল দপ্তর প্রধানগণ। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনকে বরন করে নেন এবং সকলের সাথে মিলে মিশে কাজ করার আহ্বান জানান।

 

আপনার মতামত লিখুন :