ভারত থেকে আরো আসছে আরো ২০ লাখ টিকা
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১
ভারত থেকে আরো ২০ লাখ করোনার টিকা আসছে সোমবার রাতে। রাত ১১টা ১০ মিনিটে ভারতের স্পাইস জেটের একটি ফ্লাইটে এসব টিকা আসবে বলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মুখপাত্র রাব্বুর রেজা দেশ রূপান্তরকে জানান। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মার মাধ্যমে এসব টিকা আসছে।
চুক্তি অনুযায়ী চলতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।